জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরায় আন্তঃপ্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টে শালিখা প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা মাগুরা প্রেসক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে। একইসাথে সেরা প্রতিবেদনের জন্য চার সাংবাদিককে পুরস্কৃত করা হয়।মাগুরা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) মাগুরা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কৃষিবিদ গ্রুপ ও ইম্পেরিয়াল রিয়েল স্টেট লিমিটেড। উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের আজীবন সদস্য কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল।দিনব্যাপী এই আয়োজন সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। জেলার চার উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন। প্রথম সেমিফাইনালে মাগুরা প্রেসক্লাব ৪-০ গোলে শ্রীপুর প্রেসক্লাবকে এবং দ্বিতীয় সেমিফাইনালে শালিখা প্রেসক্লাব ১-০ গোলে মহম্মদপুর প্রেসক্লাবকে পরাজিত করে।ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এসময় বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এছাড়া ২০২৫ সালের আগস্ট মাসে সেরা প্রতিবেদনের জন্য চার সাংবাদিককে পুরস্কৃত করা হয়। তারা হলেন—শফিকুল ইসলাম শফিক (স্টাফ করেসপন্ডেন্ট, এনটিভি),মতিন রহমান (জেলা প্রতিনিধি, নাগরিক টেলিভিশন),শাহিন আলম তুহিন (জেলা প্রতিনিধি, দৈনিক মানবজমিন)লিটন ঘোষ (জেলা প্রতিনিধি, ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস)।চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি শ্রীপুর ও মোহাম্মদপুর উপজেলা প্রেসক্লাবকে শুভেচ্ছা ট্রফি প্রদান করা হয়।