1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু এলাকায় আনন্দের জোয়ার রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা,আহত ৫ নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,গাত্রদাহ শুরু হয়ছে দালাল চক্রের নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,যেনো ভাড়াভাতের প্লেটে ছাই পড়েছে দালাল চক্রের  যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন মাগুরা শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রূপসায় বিএনপি মহিলাদলের উদ্যোগে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডুমুরিয়ায় ওয়ার্ড জামায়েতর সভাপতির নির্দেশে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ডুমুরিয়া উপজেলা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরাঘোনা যুবদলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলতাপোলের কারুশিল্পে কর্মসংস্থানের আলো বদলে দিচ্ছে শতশত মানুষের জীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর জেলার কেশবপুর উপজেলায় কুটির শিল্পের গ্রাম নামে খ্যাত আলতাপোলের তেইশ মাইল। এটি ও পাশের দুই গ্রামের বাড়ি বাড়ি গড়ে উঠেছে এই শিল্পের কারখানা। কারুশিল্পে কর্মসংস্থানের আলো বদলে দিচ্ছে শতশত মানুষের জীবন। কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে কারুশিল্প দীর্ঘদিন ধরে একটি সফল শিল্প কার্যক্রম হিসেবে গড়ে উঠেছে। স্থানীয় শিল্পীরা তাদের পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে নানান রকমের কারুশিল্পের পণ্য তৈরি করে আসছেন। এই শিল্প শুধু স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে না বরং শত শত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।কাঠ, বাঁশ, শোলা, মাটি ও ধাতু দিয়ে তৈরি ফুলদানি, হামানদিস্তা, লেবু চাপাতি, কলমদানি, কলস, বাটি, পাউডার কেস, বয়াম, ডিম সেট, আপেল সেট, খুনতি, পিঁড়ে, বেলান, অ্যাশট্রে, মোমদানি, হারিকেন, পেন্সিল ফুলদানি, চরকা, ধামাপাতি, টিফিন বক্স, ব্যাংক, সিঁদুর বাক্সসহ নানা পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে দেশজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। এসব পণ্যে সিরিশ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে রং পলিশ ও ফার্নেস করার পর বিক্রি উপযোগী করে তোলা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি গভীর রাত অবধি চলে এ কর্মযজ্ঞ। শ্রমিকদের তৈরি করা পণ্যের পিচ হিসেবে দেওয়া হয় মজুরি। অর্থাভাবে থাকা এলাকার বেকার যুবকসহ নারীরা জড়িয়ে পড়েন এ কাজে। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষেরাও শ্রমিক হিসেবে এখন কাজ করছেন আলতাপোল কুটির শিল্পে। পুরুষের পাশাপাশি নারীরা এ কাজের সঙ্গে যুক্ত হওয়ায় আয় বেড়েছে তাদের সংসারে।অনেকেই এখন এই পণ্য অনলাইনে বিক্রি করে ভালো আয় করছেন। আলতাপোল গ্রামের কারুশিল্প এখন একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে, যা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সংস্কৃতির পরিচিতি বাড়াতে বড় ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট