জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)আমার হিন্দু সম্প্রদায়ের কাউকে অন্যায় ভাবে কেউ যদি অত্যাচার করে,আপনারা আমাকে জানাবেন,আমি আপনাদের পাশে আছি প্রয়োজনের বুকের রক্ত দিয়ে আপনাদের পাশে থাকব। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরার শালিখা উপজেলা শাখার আয়োজনে শারদীয়া দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস একথা বলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজন, উপজেলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাব-কমিটির ১নং সদস্য গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মাগুরা জেলার আহবায়ক এ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাস। তিনি আরো বলেন,এই বাংলাদেশের প্রতিটা হিন্দু সম্প্রদায় যারা সাধারণ মানুষ এবং বিগত সরকারের আমলে কোন অন্যায় অত্যাচারের সাথে জড়িত নাই তারা নির্বিঘ্নে অত্যন্ত শান্তিতে এবং পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবেন এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা ইসকনের সহ-সভাপতি বিবেকানন্দ বিশ্বাস, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের (রাধা গোবিন্দ মন্দির) সাভাপতি রামপ্রসাদ মজুমদার,আরো উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সাব-কমিটির সদস্য, সঞ্জয় কুমার সরকার, নয়ন কুমার সাহা, অজিত রায়, সুমন্ত রায়, পরেশ রায়, অধীর বিশ্বাস, পলাশ বিশ্বাস, দেবু ঘোষ, পলাশ ঘোষ, গোপাল বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি।অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন অরুপ কুমার সাহা ও সুমন বিশ্বাস।