পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর নিউজ ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও সাগরদাঁড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি, চ্যানেল এস-এর কেশবপুর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর-২৫) বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলে বের হওয়ার সময় সড়কের একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তার বাম হাত ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।দুর্ঘটনার পর বুধবার (১৭সেপ্টেম্বর-২৫) বিকেলে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির রেজাউল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক রবিউল ইসলাম, সেক্রেটারি হাফিজুর রহমান, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা মাওলানা নুর ইসলামসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ তার বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।আক্তার হোসেন স্থানীয় সাংবাদিকতা অঙ্গনের এক পরিচিত মুখ। তার দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।