চয়ন চৌধুরী(মোহনগঞ্জ থেকে)নেত্রকোনার মোহনগঞ্জের হাওর থেকে অজ্ঞাত নামা মধ্য বয়সী এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর বাজারের অদূরে হাওরের ফসলরক্ষা বাঁধ সংলগ্ন স্থান থেকে ওই ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।৪০-৪২ বছর বয়সী মৃত ওই ব্যক্তির শরীরে কালো রঙের একটি টি-শার্ট ছিল। এ ছাড়াও তার নিম্নাংশে কোনো প্যান্ট বা লুঙ্গি বলতে কিছুই ছিল না।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার বিকেল থেকে উপজেলার বরান্তর বাজারের অদূরে হাওরের ফসলরক্ষা বাঁধ সংলগ্ন স্থানে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মোহনগঞ্জ থানা-পুলিশ ওইদিন দিবাগত রাত একটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মরদেহটির এখনও পরিচয় জানা যায়নি। তবে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৮-০৯-২০২৫ ইং