আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)পূজা উদযাপন ফ্রন্ট রূপসা উপজেলা শাখার নবগঠিত নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার মতবিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিলেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস,সাধারন সম্পাদক তপন কুমার দাস, সহ-সভাপতি মাধব পাল, প্রান গোপাল বিশ্বাস, নরেশ দাস, গোবিন্দ মন্ডল, পূজা উদযাপন ফ্রন্ট নেতা পলক প্রামানিক, রাধাকান্ত শিকদার, শুভ প্রামানিক, কার্তিক হৌড়, হরিপদ বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, প্রীতিলতা হালদার, শান্তি রানী প্রমূখ। এরপূর্বে নেতৃবৃন্দ রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।