
জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরা শালিখায় অসহায় এক পরিবারের (নববধু) মেয়েকে স্বামীর বাড়ি তুলে দিতে আর্থিক সহযোগিতা করলেন বিশিষ্ট সমাজ সেবক কাজী আল আমিন। মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বগাতি ইউনিয়নের ছানি আড়পাড়া গ্রামের মোবারক হোসেনের (ছদ্মনাম) নাতিন।গত আগস্ট মাসের ২৭ তারিখ নানার বাড়িতে পারিবারিকভাবে বিবাহ হয় কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে নাতিনকে তার স্বামীর বাড়িতে তুলে দিতে পারেনি।বিষয়টি ছানি আড়পাড়া গ্রামের স্থানীয় বিএনপির নেতা সাবুর আলী উপজেলার বিশিষ্ট সমাজসেবক কাজী আল-আমিনকে জানান, সাথে সাথেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। সোমবার বিকালে কাজী আল আমিনের ছোট ভাই কাজী সোহান,স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, কাজী আল আমিনের দেওয়া আর্থিক সাহায্য মেয়ের নানা এবং মার হাতে তুলে দেন।এ সময় স্থানীয় বিএনপি নেতা সাবুর আলী,নায়েব আলীসহ স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আর্থিক সহযোগিতা পেয়ে মেয়ের মা এবং নানা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা কাজী আল আমিনের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।