চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় হিন্দ ধর্মাবল্বীদের সর্ব বৃহৎ শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে দরিদ্র নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বৈদিক সনাতন সামাজিক সংগঠনের উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে ১২০ জন অসহায় নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশা সৎসঙ্গ শ্রী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তরুণ বর্ধন, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতি লাল দেবনাথ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক সম্প্রীতির উৎসব। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ প্রশংসনীয়।