চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের এক শ্রেণিকক্ষ থেকে মো. তুষার মিয়া (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তুষার মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে তুষার নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা তাকে গাছতলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী বসন্ত কুমার দশম শ্রেণির কক্ষের তালা খুলে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ওইদিন সকাল ১১টার দিকে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কিশোর তুষার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিল বলে তার পরিবারের দাবি। তবে মৃত তুষারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই তুষারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।