চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে "মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থা" নামে বেসরকারি একটি এনজিও সংস্থার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মোহনগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডস্থ উত্তর দৌলতপুর এলাকায় এ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনা জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ সরকার।উদ্ধোধনী এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সহ সভাপতি মো.শহীদুল হক, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন। এছাড়াও উদ্বোধনী এ অনুষ্ঠানে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীগণসহ এলাকার নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।সংস্থাটির স্বত্ত্বাধিকারী জয়িতা পুরস্কারপ্রাপ্ত আসমা আক্তার বিথী বলেন, বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত আমাদের এ সংস্থাটি ২০১৬ সাল থেকে প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নারীদেরকে স্বাবলম্বী করতে তাদেরকে সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। দেশের ৪৩টি জেলাতেই আমাদের এ সংস্থার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।