ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪নং আঠারবাড়ী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আঠারবাড়ী ইউনিয়ন দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অ্যাড. রফিক উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মো. মোজাম্মেল হক। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় নেতা-কর্মীরা দলের গতিশীলতা আনতে কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন করার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক ও আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাদিছ মিয়া,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. কামরুল হুদা খান,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মো. হান্নান মিয়া,ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম- আহবায়ক মো.কামাল হোসেন, আতাউর রহমান বিপুল,লুৎফর রহমান মিলকান,আব্দুস সাত্তার সরকার,খায়রুল ইসলাম,মাহাবুব, আবুল বাশার,আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী আজম উজ্জ্বল,আঠারবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শিব্বির আহমেদ জুয়েল প্রমুখ।সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও কৃষকসহ দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।