1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু এলাকায় আনন্দের জোয়ার রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা,আহত ৫ নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,গাত্রদাহ শুরু হয়ছে দালাল চক্রের নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,যেনো ভাড়াভাতের প্লেটে ছাই পড়েছে দালাল চক্রের  যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন মাগুরা শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রূপসায় বিএনপি মহিলাদলের উদ্যোগে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডুমুরিয়ায় ওয়ার্ড জামায়েতর সভাপতির নির্দেশে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ডুমুরিয়া উপজেলা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরাঘোনা যুবদলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী”নতুন কুঁড়ি” ২০২৫’ ইয়েস কার্ড পেলো

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পক্ষ থেকে, জনপ্রিয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর প্রথম অডিশনে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে ‘ইয়েস কার্ড’ পেয়েছে যশোরের কেশবপুর উপজেলার ১ নং ত্রিমোহীনী ইউনিয়নের সরাপপুর গ্রামের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর-২০২৫) তারিখে যশোর শিল্পকলা একাডেমীত ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সোনালী ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয় হতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সংগীতে প্রথম স্থান অধিকার করেছিলো।
কেশবপুর প্রেসক্লাবের সদস্য, বাশঁবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, দৈনিক সবুজ বাংলা পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি সুশান্ত কুমার মল্লিক এবং গৃহিণী মাতা রুমা রানীর কন্যা সোনালী মল্লিক দেশাত্মবোধক ও লোকগীতি বিভাগে ‘খ’ গ্রুপে অংশ নিয়ে এই গৌরব অর্জন করেছে। তার অসামান্য প্রতিভা এবং পরিবেশনা বিচারকদের মুগ্ধ করে, যার ফলস্বরূপ সে বিভাগীয় পর্যায়ে যাওয়ার জন্য ‘ইয়েস কার্ড’ লাভ করে। সোনালী মল্লিকের এই সাফল্যে তার পরিবারে বইছে আনন্দের বন্যা। মেয়ের এই প্রথম ধাপের অর্জনে উচ্ছ্বসিত তার বাবা-মা।শিক্ষক সুশান্ত কুমার মল্লিক বলেন, আমার কন্যা সোনালীর এই সফলতা আমাদের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। আমরা সবসময় চেয়েছি সে তার নিজের পছন্দের পথে এগিয়ে যাক। ‘নতুন কুঁড়ি’ বাংলাদেশের অন্যতম সেরা প্ল্যাটফর্ম, আর সেখানে প্রথম ধাপেই ‘ইয়েস কার্ড’ পাওয়াটা তার কঠোর পরিশ্রমের ফসল।আমার মেয়ে সবসময় গানকে মনে-প্রাণে ভালোবাসে। আমরা আশা করি, সে তার এই প্রতিভা দিয়ে আরও বহুদূর যেতে পারবে। বিভাগীয় পর্যায়েও সে যেন ভালো ফল করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই। সোনালীর এই অর্জন কেশবপুর তথা বৃহত্তর যশোর অঞ্চলের অন্যান্য ছোট প্রতিভাদেরও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।স্থানীয়রা মনে করেন, সোনালী মল্লিকের এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো কেশবপুর উপজেলার জন্য একটি গর্বের বিষয় হয়ে উঠেছে। স্থানীয়রা আশা করছেন, সোনালীর এই সাফল্য এলাকার সুপ্ত প্রতিভা বিকাশে নতুন উদ্দীপনা যোগাবে। সোনালীর শুভাকাঙ্ক্ষীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতিযোগিতার পরবর্তী ধাপে তার পারফরম্যান্স দেখার জন্য। বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই মহতি উদ্যোগ গ্রাম-গঞ্জের সুপ্ত প্রতিভা জাগ্রত হবে। আঞ্চলিক (প্রাথমিক) বাছাই পর্বে নির্বাচিত হওয়ায় “নতুন কুঁড়ি” অডিশন কমিটি খুলনা-২ এর আহবায়ক ও সদস্য সচিব মেধাবী শিক্ষার্থী সোনালী মল্লিককে অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট