জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) মাগুরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা,নতুন কমিটি গঠন নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।সভাটি (২৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় দি রয়েল পৌর কমিউনিটি সেন্টার (মাগুরা স্টেডিয়াম এর সামনে) যেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মাগুরা জেলা জাতীয় নাগরীক পার্টি (এনসিপি) সদস্য প্রতিনিধি সুলতান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম (কুদ্দুস),খাইরুল ইসলাম, সালেহ আহমেদ শাকিলসহ জেলার বিভিন্ন উপজেলার জাতীয় নাগরিক পার্টির সদস্য বৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাসেল মজুমদার।সভাটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির মাগুরা জেলার প্রতিনিধি জাহিদুল ইসলাম (কুদ্দুস)।সভায় বক্তারা সাংগঠনিক ঐক্য, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।