মোঃ আসাদুল ইসলাম মিন্টু/অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।এসব সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া এ দেশের জনতা ঘরে ফিরে যাবে না। জনগণের ন্যায্য দাবি অগ্রাহ্য করে ক্ষমতায় আসার সব কূটকৌশল ব্যর্থ হবে। জনগণের প্রাণের দাবিকে উপেক্ষা করার পরিণাম ভয়াবহ হবে। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে দেশে যে কোনো অস্থির পরিস্থিতি তৈরি হলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে।তারা অভিযোগ করেন, দেশে অবাধ রাজনৈতিক কার্যক্রমকে স্তব্ধ করার জন্য পেশিশক্তি চোখ রাঙাচ্ছে, ফ্যাসিবাদের সহযোগীরা উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে এবং ভারতীয় আধিপত্যবাদের আনুকূল্য পেতে দায়িত্বশীল পর্যায় থেকেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বিপরীতে কথা বলা হচ্ছে। এভাবে দেশকে ভয়াবহ অন্ধকার গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে।বক্তারা বলেন, আপনার দল বা সংগঠন যত বড়ই হোক, জনগণের বিরুদ্ধে গিয়ে টিকতে পারবেন না। ভারতীয় আশীর্বাদ নিয়ে রাজনীতি এদেশের জনগণ কখনোই মেনে নেবেনা— রাজাকার, মৌলবাদী এসব ট্যাগ অবিলম্বে বন্ধ করুন- হাসিনার পরিণতি থেকে অন্তত শিক্ষা নিন। অন্যথায় হাসিনার প্রতিবেশী হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য সুদৃঢ় রাখতে চাই। কোনো দলের চানক্যনীতির কারণে যদি সেই ঐক্য ভেঙে যায়, তবে তার দায়ভার সেই দলকেই বহন করতে হবে।তারা আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের ন্যায্য দাবি উত্থাপন করে আসছে। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আজ জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সংস্কার, ফ্যাসিস্টদের বিচার, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা— এসব দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে এই দাবিগুলো বাস্তবায়নের। অন্যথায় এ দেশের কোটি জনতা রাজপথে অনড় থাকবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন,সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ ত্রিশালী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক, হাফেজ নোমান আহমেদ,যুব মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল-মামুন,বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা খলিলুর রহমান মিজবাহ, দপ্তর সম্পাদক হাফেজ তোফায়েল আহমেদ প্রমুখ।