পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে শণিবার (২৭ সেপ্টেম্বর-২৫) বিকেলে কেশবপুর বাজারে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ যশোরের ত্রিমোহীনী মোড়ে জেলা এবং কেশবপুর-মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের সভাপতি মোঃ শাইখুল ইসলাম-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক আহমদ আলী, কেন্দ্রীয় শুব্বানের আইন বিষয়ক সম্পাদক ইনামুল ইসলাম, জেলা শুব্বানের সাবেক সেক্রেটারি প্রভাষক হুমায়ূন কবীর, যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের সভাপতি মোঃ শাইখুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, কেশবপুর মনিরামপুর এলাকা জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন।বক্তারা বলেন, দেশ, জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এই সত্যকে মেনে প্রতিটি মানুষের অন্তরে ধর্মীয় শিক্ষা তথা নৈতিকতা ও শিষ্টাচার প্রদানের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক এ দাবি নিয়ে আজ কেশবপুর উপজেলা শহরে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ যশোর জেলা এবং কেশবপুর-মণিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সকল ধর্মের জন্যই ধর্মীয় শিক্ষক অতিব প্রয়োজন এটা অবশ্যই সত্য। তাই সেই সত্যকে মেনে সরকারের উচিত এ বিষয়ে দৃষ্টি দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া।