1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাটে বিক্রিয়‌ হয় লক্ষ লক্ষ টাকার দুধ মাগুরার শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান

বিশ্ব নদী দিবসে সাতক্ষীরায় নৌকায় মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত ২৮ সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা শহরের বাঁকাল ক্যানাল ব্রিজ দক্ষিণ পাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে”। দিবসটিকে ঘিরে সাতক্ষীরায় গ্রহণ করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি— নৌকায় মানববন্ধন।নদীমাতৃক বাংলাদেশের নদীর অস্তিত্ব রক্ষার গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির সহযোগিতায় ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং এল আই ডি। বাস্তবায়ন করেছে সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা।নৌকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ মহিজুর রহমান।বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরে বলেন, নদী আমাদের প্রাণ ও প্রকৃতির মূল ভিত্তি। তাদের মতে, নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা সময়ের সর্বাপেক্ষা জরুরি দাবি।তারা আরও উল্লেখ করেন, নদী রক্ষায় স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তাদের মতে, তরুণদের সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের পরিবেশ সুরক্ষিত হবে।বক্তারা জোর দিয়ে বলেন, নদী রক্ষা ছাড়া দেশের পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশ্ব নদী দিবসের এই কর্মসূচি নদী রক্ষার আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট