চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে টাকার বিনিময়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।বুধবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী বাদি হয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হকের বরাবরে এ লিখিত অভিযোগটি দায়ের করেছেন।অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে স্থানীয় আওয়ামী নেতা-কর্মীদের সাথে আঁতাত করে বাদশাগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিকভাবে এলাকায় দৌরাত্ম বেড়ে উঠে। তখন থেকেই তিনি উপজেলা ও পুলিশ প্রশাসনের সাথে আঁতাত করে মামলা বাণিজ্য থেকে শুরু করে টিআর, কাবিখা ও ফসলরক্ষা বাঁধের একাধিক পিআইসি নেওয়া থেকে শুরু করে বিভিন্ন দালালী তদবিরের মধ্য দিয়ে অল্প দিনেই তিনি লক্ষ-লক্ষ টাকার মালিক হয়ে যান। এ ছাড়াও বর্তমানে তিনি ও তাঁর লোকজনসহ তাঁর আশ্রয়-প্রশ্রয়ে বহাল তবিয়তে থাকা স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের ধারা এখানকার বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হামলার শিকার হয়ে আহতও হচ্ছেন।এভাবে চলতে থাকলে তাঁর ধারা স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই অনতি বিলম্বে তাঁর বিরুদ্ধে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মূলত এলাকার একটি চক্র রাজনৈতিক ও সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তারা আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেছে। তবে আমি এখন ঢাকা থেকে বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এলাকায় এসে দু'জন এক সাথে বসে এ বিষয়ে সরাসরি কথা বলবেন বলেও তিনি জানান।জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি শুধু আমি একাই পাইনি। আহবায়ক সাহেবও পেয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়গুলো বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহেবের উপস্থিতিতে আগামী মিটিংয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।