পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।বুধবার (০১ অক্টোবর-২৫) দুপুরে তিনি পৌর এলাকার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা মন্দির, শ্রীগঞ্জ কালিতলা মন্দির ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।বিশেষ অতিথির বক্তব্য দেন, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ও কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।