স্টাফ রিপোর্টার/খুলনা সদর থানা পুলিশ গতকাল ১ আক্টোবর ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে( আবাসিক মৌসুমী হোটেল) থেকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত ১) মোঃ আরিফুল ইসলাম (২৯), পিতা-শেখ শহিদুল ইসলাম, সাং-যুগিহাটি , থানা-রূপসা, জেলা-খুলনা, ২) শারমিন (২৫), পিতা-হারুন শেখ, সাং-সেনহাটি , থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ৩) রোকসানা খাতুন (২৬), পিতা-নুর ইসলাম, সাং- সেনহাটি ,থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ৪) হালিমা খাতুন (২৪), পিতা-সাফায়েত খান, সাং-পিলপা নগর, থানা-তেরখাদা, জেলা-খুলনা, ৫) শরিফা বেগম (২৫), পিতা-আব্দুল গাজী, সাং-দক্ষিণ ডুমুরিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ৬) সানজিদা আক্তার (২৩), পিতা-শামীম শিকদার, সাং-সরাইডাঙ্গা, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।