চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে দূর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্টানে মাদকাসক্তদের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অমিত চন্দ্র দাস (২০), অজয় চন্দ্র দাস (৪০) ও অনন্ত চন্দ্র দাস (১৮) নামে ৩ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সৈকত চন্দ্র দাস (১৯) ও সুমন চন্দ্র দাসকে (২৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা এসময় পূজা মন্ডপের ভেতরে থাকা আসবাবপত্রেরও ব্যাপক ক্ষতি সাধিত করে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খুরশিমূল গ্রামের শ্রী শ্রী নাট মন্দির সংলগ্ন মাঠে খুরশিমূল যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্টান চলাকালে মাদকাসক্তরা এ হামলার ঘটনাটি ঘটায়।এ ঘটনায় সংখ্যালঘু ওই গ্রামের লোকজনের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে।পরে খবর পেয়ে ওই রাতেই মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে দূর্গা পূজার কার্যক্রম শেষে মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্শ্ববর্তী পেরিরচর ও সিয়াধার গ্রামের প্রায় ১৫-২০ জন নেশাগ্রস্ত যুবক এসে জোরপূর্বক পূজামণ্ডপে প্রবেশ করে নাচানাচিসহ মাতলামি শুরু করেন। তখন পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাদেরকে বাধা দিলে তারা তখন ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। হামলায় পূজামন্ডপের স্বেচ্ছাসেবকের দ্বায়িত্বে থাকা ৫ জন আহত হন। এসময় পূজামণ্ডপের ভেতরে থাকা আসবাবপত্রেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং পূজামন্ডপের সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার পাশাপাশি তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলানো হয়। এছাড়াও গ্রামবাসী হামলাকারীদের একটি মোটরসাইকেল আটক করে।তিনি আরো বলেন, এব্যাপারে আহতদের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় জড়িতদেরকে দ্রুতই গ্রেপ্তার করা হবে এবং এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।