
জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ীতে ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি, রবি ফসল সরিষা, মসুর, গম, পেঁয়াজ ও খেসারির চাষাবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ কামাল হোসেন,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,প্রেসক্লাবের নির্বাহী সদস্য জসিম উদ্দিন প্রমূখ৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন জানান, এই কর্মসূচীর আওতার শালিখা উপজেলার ৫,২০০ জন সরিষা,৫০০ জন গম, ১০০ জন শীতকালীন পেঁয়াজ, ১০০০ জন মসুর ,৩৫ জন খেসারি,৫০ জন লাউ, ১০০ জন বেগুন, ১০০জন মিস্টি কুমড়া, ১০০ জনের মধ্য শসা চাষের জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।