চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় ফসলি জমি থেকে অ্যাক্সক্যাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে শ্যামল চন্দ্র দাস(৪২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অর্থদন্ডপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাস পার্শ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, হাওর থেকে বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে এলাকার এক শ্রেণির অসাধু ব্যক্তিরা অ্যাক্সক্যাভেটর মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা এলাকার একটি অবৈধ ইট ভাটাসহ নানা জায়গায় বিক্রি করে আসছে। এ অবস্থায় বেশ কিছু দিন ধরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকা থেকে শ্যামল চন্দ্র দাস নামে ওই ব্যক্তি অ্যক্সক্যাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে শ্যামল চন্দ্র দাস নামে ওই ব্যক্তিকে আটক করেন এবং তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, এলাকায় এ ধরনের অবৈধ কর্মকান্ড বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।