
জসীম উদ্দীন/মাগুরা শালিখায় ধনেশ্বরগাতী ইউনিয়নের দেবিলা গ্রামে ৭ বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে বলাৎকারের অভিযোগে অনিক মোল্লা (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শালিখা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত অনিক মোল্লাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশু রোহানের পরিবার জানায়, সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রোহান দেবিলা মাঠের পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী অনিক মোল্লা তাকে ফুসলিয়ে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যায় এবং তাকে বলাৎকার করে এবং রক্তক্ষরন শুরু হয়।পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় শিশুটিকে রাত ৮টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। স্হানীয় সুত্রে জানা যায়,অনিক মোল্লা মাদকাসক্ত এবং বখাটে যুবক। সে এলাকায় উশৃংখলভাবে চলাফেরা করতো।শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন,আমি নিজেই শিশুটিকে হাসপাতালে দেখে আসছি। শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।