চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধে মাটি কাটার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকা উপজেলার চন্দ্রসোনারথাল হাওর প্রকল্পের ৩ নাম্বার প্রকল্পে মাটি কাটার মধ্য দিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত, সংস্কার ও পূণনির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।উদ্বোধনী এ অনুষ্ঠানে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, কমিটির সদস্য সচিব ও সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলার সুখাইর-রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ, কৃষকগণসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য সচিব মো.জাহাঙ্গীর আলম বলেন, পাউবোর নীতিমালা অনুযায়ী হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ ১৫ ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে। এরই লক্ষে যথা সময়ের মধ্যেই আমরা বাঁধের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা হাওরের সবক'টি বাঁধের কাজ সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।