চয়ন চৌধুরী/নেত্রকোণার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াত ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় আলোচনা সভা বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।পরে তাঁরা সেখান থেকে চলে এসে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে তাৎক্ষণিক জরুরী এক সংবাদ সম্মেলণ ডাকেন মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।আজ (১৪ ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা প্রশাসনের উদ্দ্যােগে উপজেলা পরিষদ কাম মাল্টিপার-পাস হলরুমে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে।সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মঞ্চে স্থান দেয়ায় আমরা ওই সরকারি আলোচনা সভা বর্জন করি। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করলো, তাদের সাথে আমরা একসাথে বসতে পারি না। এখানে আমরা কোন আপোষ করতে পারি না।তাঁরা আরও বলেন, এর আগে আমরা উপজেলা প্রশাসনকে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতকে না রাখতে ইউএনও’র প্রতি অনুরোধ জানাই। কিন্তু আমাদের অনুরোধ তিনি রাখেননি।সংবাদ সম্মেলনে নেত্রকোণা জেলা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব ও মোহনগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা) বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ শীর্ষ নেত্রীবৃন্দ।এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি। বীর মুক্তিযোদ্ধগণ সভায় বিলম্বে আসেন। তবে আমাদের পাশে তাঁদের জন্য আলাদা চেয়ারও রেখেছিলাম। কিন্তু উনারা চেয়ারে না বসে ব্যস্ততা দেখিয়ে হল রুম ত্যাগ করে চলে যান।