জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবস্মরণীয় দিন। মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শালিখা থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনে যথাযত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৮.০০টায় মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলার তালখড়ি শহীদ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।পরে সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন মোঃ বনি আমিন। উদ্বোধন পরবর্তী তিনি বিজয় মেলার স্টল পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।সকাল ১০টায় ক্রীড়া অনুষ্ঠান, ১০.৩০টায় সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান, ১১.৩০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।এছাড়া বেলা ৩টায় উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত অফিসার্স ক্লাব বনাম সুধীজন এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।