চয়ন চৌধুরী/ ধর্মপাশায় ৫ পুরিয়া হেরোইন ও ৩৩ পিস ইয়াবাসহ ২ মাদককারবারিকে আটক করেছে পুলিশ।রবিবার সন্ধ্যায় উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের ইউটিডিসি এলাকার রুনু চন্দ্র নিয়োগী ও সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের সাজ্জাত আহমেদ। রুনু উপজেলা পরিষদের সিএ হিসেবে কর্মরত। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিজেরা নিয়মিত মাদক সেবনের পাশাপাশি গোপনে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবস্যাও পরিচালনা করে আসছিলেন। রবিবার সন্ধ্যায় তারা দুইজন উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের আশপাশে ঘুরেফিরে মাদক বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ওইসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।