আব্দুর রশিদ (সাতক্ষীরা)বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দরগাহপুর ও বুধহাটায় পৃথক পৃথক গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জোহর নামাজ শেষে দরগাহপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, ইউনিয়ন জামায়াত আমির প্রফেসর মোঃ আব্দুল গণি সরদার, বিএনপি নেতা হাফিজুল ইসলাম, মোঃ আব্দুল কাদের, যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী, জানাজায় ইমামতি করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব শেখ মনিরুজ্জামান।বিকাল সাড়ে ৪টায় বুধহাটা করিম সুপার মার্কেটে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামি নেতৃবৃন্দ। জানাযায় ইমামতি করেন মাওঃ আব্দুল ওহাব। মোনাজাত পরিচলনা করেন মাওঃ শওকত হোসেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।