1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে পুরাকীর্তি সুরক্ষা কমিটি’র আত্মপ্রকাশ পাটকেলঘাটায় ভূমি অফিসের নাকের ডগায় পার্কের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরা ৩ আসনের সীমানা পূর্ণ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রূপসায় উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত পাটকেলঘাটায় মোটরভ্যান চুরি, গণধোলাইয়ের পর চোর পুলিশের হাতে আটক সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খাঁন মুন্নু’র ৮ম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কথা সাহিত্যিক মনোজ বসুর ১২৪ তম জন্মদিন উদযাপন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

আনোয়ারায় ডুমুরিয়া রুদুরাবাসীর মানববন্ধন, জেলা প্রশাসক কে স্মারকলিপি

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ রফিকুল ইসলাম(চট্টগ্রাম)চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া-রুদুরাকে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবীতে আজ সকাল ১১ টা থেকে আনোয়ারা সদরের শহীদ মিনার থেকে উপজেলা চত্বর পর্যন্ত প্রায় ৩ হাজার লোক ডুমুরিয়া রুদুরাকে আনোয়ারা (সদর) ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করে।ডুমুরিয়া-রূদুরা আনোয়ারা(সদর) ইউনিয়নের সাথে লাগোয়া হলেও নাগরিক সেবার জন্য যেতে হচ্ছে ৪/৫ কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা সেবা পেতে দুই গ্রামের প্রায় ৭ হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
নাগরিক সেবা নিশ্চিত করতে দুই গ্রামকে নিকটবর্তী আনোয়ারা (সদর) ইউনিয়নের সাথে যুক্ত করার দাবিতে রবিবার (১৫ জুন) সকালে উপজেলা সদরে এক কিলোমিটারর দীর্ঘ মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধন উপজেলা সদরের থানার মোড় থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে দুই গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন্।মানববন্ধন শেষে স্থানীয়রা স্মারকলিপি প্রদান করতে গেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘এলাকার দলমত নির্বিশেষে সবাই এক হয়েছে দেখে ভালো লাগছে। ঐক্য থাকলে যেকোন চেষ্টা বিফলে যায় না। ন্যায্য দাবিতে ডুমুরিয়া-রুদুরাবাসীর এই ঐক্য অভূতপূর্ব ও বিরল।’ এ সময় তিনি স্মারকলিপির দাবি ও এলাকাবাসীর বক্তব্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে দ্রুত প্রেরণ করা হবে বলে জানান।এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর, শাহেদুল ইসলাম,আক্তারুজ্জামান, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, শাফায়েত জামিল,আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন, গিয়াস উদ্দিন বাবলু প্রমূখ।মানবন্ধনে আমি-আমরা-আমাদের, আমরা ডুমুরিয়া রূদুরার সন্তানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিল সহকারে যোগ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট