1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

কেশবপুরে ঝাড়ুদার ফুলজান বিবির সম্পত্তি অবৈদভাব দখল করার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোরের কেশবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ঝাড়ুদার ফুলজান বিবির সম্পত্তি অবৈদভাব দখলসহ পাকা ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিংড়া বাজারে।অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার চিংড়া বাজার ঝাড়ুদার, চিংড়া গ্রামের অজেদ আলী শেখের মাতা ফুলজান বিবি গত ইংরেজী ০৭-০৩-২০২০ সালে একই গ্রামের মৃত জনাব আলী সানার ৪১ নম্বর চিংড়া মৌজার ১৭৩৯ খতিয়ানের ৮৬১ দাগের মোট ১৭.২৫ শতকের মধ্য থেকে ০৮ শতক জমি ১২০২ নং দলিল মূল্যে ক্রয় করে সেই থেকে ভোগ দখল করে আসছিল। মায়ের মৃত্যুর পর ওয়ারেস সূত্রে অজেদ আলী শেখসহ অন্যান্য ভাই-বোনের নামে নামপত্তনপূর্বক উক্ত জমি তারা ভোগ দখল করে আসছে। যার হোল্ডিং নং-১৭৪২। সম্প্রতি মৃত জনাব আলী সানার ছেলে গোলাম রব্বানী, নজরুল ইসলাম, আবুল হোসেন ও বিষ্ণুপুর গ্রামের রজব আলী মোড়লের ছেলে ইসমাইল প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন ভাবে অজেদ আলী গংদের দখলীয় সম্পত্তি জবর দখলের হুমকী দিয়ে আসছিল।এর জের ধরে গত ০৩-০৬-২৫ সকালে ইসমাইল গং জোর করে অজেদ আলী গংদের জমিতে ইট দ্বারা পাকা ঘর নির্মানের চেষ্টা করে। এসময় অজেদ আলী গংদের বাঁধার মুখে জবর দখলে ব্যর্থ হয়ে তারা উক্ত সম্পত্তি দখলে নেয়ার হুমকী প্রদান করে। এঘটনায় অজেদ আলী বাদী হয়ে ইসমাইলসহ উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে গত ০৪-০৬-২৫ তারিখে যশোর আদালতে ১৪৪ ধারার একটি মামলা দায়ের করেন। মামলা নং-৭০২/২৫। গত ০৮ জুন ২০২৫ তারিখে চিংড়া পুলিশ ফাড়ির এ এস আই কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে বাদী-বিবাদী উভয় পক্ষকে ডেকে বিশৃংখলা এড়াতে বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারার নোটিশ জারি করেন। এদিকে ১৪৪ ধারা ভঙ্গ করে ইসমাইল ও তার সহযোগীরা শনিবার (১৪ জুন-২৫) সকালে ক্ষমতার দাপট দেখিয়ে পুনরায় চিংড়া বাজারে অবস্থিত ঐ বাজার ঝাড়ুদার গংদের সম্পত্তি জবর দখল করে সেখানে পাকা ভবন নির্মান কাজ শুরু করে। এসময় অজেদ গং অবৈধ নির্মান কাজে বাঁধা দিলে ইসমাইল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদেরকে প্রকাশ্যে হুমকী প্রদান করে।এব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ১৪৪ ধারা জরির পর সেই জায়গায় কাজ করার কোন নিয়ম নেই। যদি কেই নিয়ম ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এ বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, উল্লেখিত জমিটি আমি রজব আলী মোড়লের ওয়ারেসগনের নিকট থেকে ক্রয় করেছি। ক্রয় সূত্রেই আমি উক্ত সম্পত্তির দখল ও বিল্ডিং নির্মান কাজ শুরু করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট