1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শামুক নিধনে পরিবেশের ভারসাম্য বিপর্যয়ের আশংকা শালিখায় অসহায় নববধূকে স্বামীর বাড়ি তুলে দিতে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক -কাজী আল আমিন ধর্মপাশায় মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ডুমুরিয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া রূপসায় বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

কালিগঞ্জের কুশুলিয়া’য় সম্পত্তি দখলে শ্লীলতাহানী ও নানাবিধ হুমকিতে থানায় অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

পৈত্রিক সম্পত্তি জবরদখলের লক্ষে নারীর শ্লীলতাহানী, মারপিট ও নানাবিধ হুমকিতে থানায় অভিযোগ। বর্তমানে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে আবুল কালাম তরফদার ও তার স্ত্রী নাছরিন খাতুন।সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের মোছাঃ নাছরিন খাতুন (৪৭) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার পারিবারিক বসতভিটার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির মুখে তিনি বর্তমানে আতঙ্কে রয়েছেন।অভিযুক্তরা হলেন কাজী হালিম (৫০), মহাসিন তরফদার (৪২), মোঃ আজহারুল ইসলাম (৩৮), চাঁদ মিয়া (৪৭), মোছাঃ মুজিদা বেগম (৩৫) এবং আরও অজ্ঞাতনামা ৪/৫ জন। তারা সকলেই কুশুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

লিখিত অভিযোগে নাছরিন খাতুন জানান, তারা অত্যন্ত হিংস্র ও সম্পত্তি লোভী প্রকৃতির।বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ এনে হয়রানি করে আসছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (১৯ জুন সকাল ৯টা ৩০ মিনিটে) বিবাদীরা ধারালো অস্ত্র, লাঠি- সোঠা নিয়ে তার বাড়িতে এসে বসতভিটা দখলের চেষ্টা করে। এসময়ে তারা বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী নাছরিনকে ঘরথেকে টেনে হেঁছড়ে বাহির করে শ্লীলতাহানী ঘটায়। তাদের হীন কর্মকান্ডে বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধমকি এবং খুন-জখমের ভয় দেখায়। ভুক্তভোগী জানান, তার কোনো পুত্রসন্তান না থাকায় বিবাদীরা তাকে দুর্বল ভেবে দিনের পর দিন নির্যাতন করে আসছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান ২০/৩০ জন একত্রিত হয়ে গতকাল কালামের বাড়িতে যায় এবং জমিতে খুঁটি বসায়। স্থানীয় পর্যায়ে মিমাংসা করার চেষ্টা করবো। বিষয়টি কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা এ বিষয়ে জানান অভিযোগ হাতে পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে।তিনি থানার শরণাপন্ন হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আজহারুল ইসলাম খুদিন এর মুঠোফোন 01749-847019 নাম্বার একাধিকবার ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট