1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন মোহনগঞ্জে জামায়েতের ফ্যাসিস্ট হাসিনার পলায়নের বর্ষপূর্তি পালন কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কসবায় বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয় মিছিল কেশবপুরে প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রূপসায় উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ০৫ আগস্ট দেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন -ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহনগঞ্জে সাতমা-ধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবিতে নিখোঁজ ২, উদ্ধার ১ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/”সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাধ্যমে কেশবপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ জুন-২৫) বিকেলে কেশবপুর গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।সভায় গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু-এর সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা পিএফজি’র সমন্বয়কারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মুনছুর আজাদ-এর সঞ্চালনায় মূল বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক, পাঁজিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল, উপজেলা ব্রাহ্মন সংসদ-এর সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক বাসুদেব গোস্বামী, সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামিম আখতার মুকুল, রাজনগর-বাকাবর্শি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক, খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, দলিত প্রতিনিধি সুজন দাশ, সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, লোকজ একাডেমির পরিচালক, বাংলাদেশ বেতার খুলনার কণ্ঠশিল্পী ও বিশিষ্ট গীতি কবি এস এম সিরাজুল ইসলাম, ইউপি সদস্য শাহানাজ পারভীন, খ্রীষ্টান মিশনারীর লুইস বিশ্বাস-সহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা।সভায় আলোচনার মূল বিষয় ছিল, কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। গত এপ্রিল থেকে জুন-২০২৫ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি তুলে ধরা হয় বিশেষ করে সফলভাবে পিএফবিটি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করা হয় এবং জুলাই ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৫ এর ত্রৈমাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনাসমূহ হলো, পাজিয়া ইউনিয়নে শান্তি ও সম্প্রীতির সমাবেশ (পিস ইভেন্ট) আয়োজন করা, গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ইয়ুথদের স্যোশিয়াল একশান প্লান বাস্তবায়ন করা এবং ওয়াইপিএজি এর জেন্ডার ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ বাস্তবায়ন করা। এছাড়া ব্যাক্তিগত উদ্যোগে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট