1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন মোহনগঞ্জে জামায়েতের ফ্যাসিস্ট হাসিনার পলায়নের বর্ষপূর্তি পালন কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কসবায় বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয় মিছিল কেশবপুরে প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রূপসায় উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ০৫ আগস্ট দেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন -ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহনগঞ্জে সাতমা-ধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবিতে নিখোঁজ ২, উদ্ধার ১ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

দিঘলিয়ায় ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরীর সময় ২ প্রতারক চক্র আটক 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি /মোঃ রুবেল শেখ/দিঘলিয়া উপজেলার ২নং বারাকপুর ইউনিয়ন লাখোয়াহাটি গ্রামে ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরীর প্রতারক চক্র আটক।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এল), বিএন (পি নং ২২০৩) এবং দিঘলিয়া থানায় কর্মরত, এসআই মোঃ জামিল উদ্দিন এর যৌথ নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটী গ্রামের তিন রাস্তার মোড়ের তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিও তে অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিলসহ এ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র তৈরির ২ জন প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়। উক্ত অভিযানে প্রতারক চক্রের ২জন সদস্য ১। আশিকুজ্জামান রিংকু (৪০), পিতাঃ জহুর গাজী, গ্রামঃ লাখোহাটী, ২নং ব্যারাকপুর ইউনিয়ন, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনা।২। তুরজাউন শেখ (২৫), পিতাঃ আকরাম শেখ গ্রামঃ লাখোহাটী, ২নং ব্যারাকপুর ইউনিয়ন, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনাকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে অবৈধ ভূমি অফিসের বিভিন্ন নামের- ভূয়া দলিল – ২৭৩টি (আনুমানিক), ভূয়া পর্চা/খতিয়ান – ৩,৫০০-৪,০০০টি (আনুমানিক) সীল – ১২টি, দাখিলা – ৭২২টি, মাঠ পর্চা – ২২টি, মৌজা ম্যাপ – ৪৩টি, এনআইডি কার্ড – ০৬টি, দিঘলিয়া উপজেলার সকল ভোটার তালিকা ৩ সেট, হার্ডডিস্ক – ০১টি, কম্পিউটার ২টি, প্রিন্টার – ১টি, সিসি ক্যামেরা ১টি, মোবাইল ৩টি, পেনড্রাইভ – ২টি, সিম কার্ড ৪টি, লেমিনেটিং মেশিন -১টি, আইডি কার্ড তৈরির পেপার ৪রীম, মূল ম্যাপ ২০টি, ভিসা কার্ড ১টি। উল্লেখ্য, আসামিদের ভাষ্যমতে দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে বলে মৌখিক ভাবে জানায়। এ বিষয়ে দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন তাদের এই চক্রের সকল সদস্যদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ ঘটনায় উপস্থিত গ্রামবাসীর সকলকে যৌথ বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। পরবর্তীতে আসামি এবং জব্দকৃত মালামালসহ দীঘলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট