1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শামুক নিধনে পরিবেশের ভারসাম্য বিপর্যয়ের আশংকা শালিখায় অসহায় নববধূকে স্বামীর বাড়ি তুলে দিতে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক -কাজী আল আমিন ধর্মপাশায় মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ডুমুরিয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া রূপসায় বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

অভয়নগরে ৪ বছরের শিশু অপহরণ করে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

কামাল হোসেন/যশোরের অভয়নগর উপজেলার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকায় নাদিয়া ইসলাম(৪) নামের শিশু মেয়েকে অপহরণ করার তিনদিন পর শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯জুন) সকাল ১১ টার দিকে অপহরণের ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম উপজেলার সিদ্ধিপাশা আমতলা বাজার আলিম খেয়াঘাট এলাকার মোঃ রাজিব মোল্লা এবং আরিফা বেগমের একমাত্র মেয়ে। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে মা আরিফা বেগম (২৪) বাড়িতে সাংসারিক কাজে ব্যাস্ত ছিলেন এবং মেয়ে নাদিয়া বাড়ির উঠানের সামনে ইটের সলিং পাতানো রাস্তায় খেলা করছিল। এই সময় অজ্ঞাত দুইজন বোরকা পরিহিত  মহিলা বাচ্চাটিকে অপহরণ করে মোটরসাইকেল যোগে আসা তিনজন লোকের হাতে বাচ্চাটিকে তুলে দেই। তৎক্ষণাৎ লোক তিনটি  মোটরসাইকেলে করে সোনাতলা বাজারের দিকে বাচ্চাটিকে নিয়ে চলে যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন বাড়ির  পার্শ্ববর্তী মোঃ হবি নামের এক চায়ের দোকানি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন মোটরসাইকেলে করে তিনজন লোক এই বাচ্চাটিকে সোনাতলার দিকে নিয়ে গেছে আমি ভেবেছি লোকগুলো হয়তো বাচ্চাটির স্বজন তাই বিষয়টি গুরুত্ব দেইনি।  পরবর্তীতে বাচ্চাটির পরিবারের লোকজন বাচ্চাটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে যখন আমার কাছে আসে তখন বুঝতে পেরেছি যে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে। এবং বাচ্চাটির পরিবারের লোকদের মোবাইল ফোনে ছবি দেখে একজনকে চিনতে পেরেছি। তিনি আরও বলেন, তিনটি লোক আমার দোকানের পাশে মোটরসাইকেল রেখে দাঁড়িয়েছিল। বোরকা পরিহিত অজ্ঞাত দুইজন মহিলা বাচ্চাটিকে তাদের হাতে তুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই তারা স্থান ত্যাগ করেন। পরবর্তীতে জানতে পেরেছি বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে। উক্ত ঘটনায়, বাচ্চাটির মা আরিফা বেগম অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। বাচ্চাটির মা আরিফা বেগম বলেন, পারিবারিক কলহের জেরে আমার ননদের দেবর তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে অপহরণ করেছে। প্রশাসনের কাছে দাবি তারা যেনো আমার বাচ্চাটিকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেন। সাথে সাথে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। শনিবার বিকাল আনুঃ ৩ টার সময় আমতলা একটি ডোবায় অপহরণ হওয়া শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সংগীয় ফোর্স নিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহিদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট