1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু এলাকায় আনন্দের জোয়ার রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা,আহত ৫ নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,গাত্রদাহ শুরু হয়ছে দালাল চক্রের নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,যেনো ভাড়াভাতের প্লেটে ছাই পড়েছে দালাল চক্রের  যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন মাগুরা শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রূপসায় বিএনপি মহিলাদলের উদ্যোগে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডুমুরিয়ায় ওয়ার্ড জামায়েতর সভাপতির নির্দেশে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ডুমুরিয়া উপজেলা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরাঘোনা যুবদলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

শরিফা বেগম শিউলী/রংপুরে এসো মাদক পরিহার করি, দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে মাদকবিরোধী র‍্যালি বের হয়ে টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক আবু জাফর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মোন্তাজুল ইসলাম,  রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।সভায় বক্তারা বলেন, অভিভাবকদের উচিত তাদের সন্তানরা কোথায় যায় কি করে খোঁজ রাখা। মাদকাসক্ত একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি যে পরিবারে একজন আছে, সেই পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। অতএব আপনাদের সন্তানকে যদি মাদক থেকে দুরে রাখতে পারেন তবে আপনার সন্তান অবশ্যই সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে। আসুন আমরা মাদকের ভয়াবহতা থেকে দুরে থাকি ও অপরকে দুরে রাখি। তাই সকল পিতা মাতাকে সচেতন হতে হবে। মাদকাসক্ত ছেলে মাদকের টাকার জন্য কাউকে হত্যা করতে একবিন্দু ভাবে না।বক্তারা আরো বলেন, বাংলাদেশের ৭টি বিভাগে ২শত শয্যা বিশিষ্ট মাদকাসক্ত নিরাময় হাসপাতাল হবে। এরমধ্যে রংপুরেও একটি হাসপাতাল হবে। এতে রংপুরের মাদকের সকল চিকিৎসা সম্ভব হবে।এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও রংপুরে অবস্হিত স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, স্বপ্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, জীবনের আলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, রংপুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সুস্থ জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট