1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কেশবপুর বিএনপি’র উদ্যোগে নারী সমাবেশে অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত মোহনগঞ্জে ফসলি জমি থেকে বর্ষার পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ আখাউড়ায় সাংবাদিক ও সুশীল সমাজের মানববন্ধন,৭২ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবী কেশবপুর মাছ বাজারে আগুনঃ শিশুসহ আহত-৭ পর্যাপ্ত পার্কিং না থাকায় ভোগান্তিতে কেশবপুর সোনালী ব্যাংকের গ্রাহকরা রূপসায় মনোয়ারা এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব গঠিত নেতাদের সংবর্ধনা রূপসায় নবগঠিত জেলা যুবদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পাইপলাইন বসালেন বিএনপি নেতা মাজেদ বাবু ,হাসি ফিরল গ্রামে

মোহনগঞ্জে পার্টনার কংগ্রেস -২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায়  পার্টনার কংগ্রেস -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর দুইটায় উপজেলার বাহাম গ্রামে অবস্থিত শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন, ‘পার্টনার কংগ্রেস’  প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. মো. সালাহ্ উদ্দিন কায়সার।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর সাদীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস আলম, ‘পার্টনার কংগ্রেস’ প্রকল্পের সদস্য ও সফল কৃষক মাহাবুব আলম, সফল কৃষাণী সালমা আক্তার, কৃষক রফিকুল ইসলাম, কৃষক আব্দুল কাইয়ুম, কামাল হোসেন প্রমূখ।অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ‘পার্টনার  কংগ্রেস’প্রকল্পের কৃষক সদস্যদের মধ্যে কৃষি সম্পর্কিত এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষেঅনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ মো.নুরুজ্জামান বিজয়ী ১০ জন কৃষকের হাতে একটি করে নিম গাছের চারাসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। এ ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট