1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোরে দেশিয় অস্ত্রের মুখে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ  উলিপুর উপজেলায় রংপুর’স বিগ ড্রিম লিমিটেড এর শুভ উদ্বোধন ত্রিশালে ৮ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ চার ইউনিয়নের মানুষের দুর্ভোগ বিএনপি নেতা ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাদকসহ আটক, স্কুলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে আমিরুল ইসলাম কাগজী  শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু কেশবপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় সাংবাদিকদের আসামি করা নতুন ট্রেন্ড মোহনগঞ্জে ২১৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

তানোরে দেশিয় অস্ত্রের মুখে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ 

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে রিসিভার সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে।তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর (চকপাড়া) গ্রামে এই ঘটনা ঘটেছে।৬- জুলাই (রোবিবার) দুপুরে বনকেশর চকপাড়া গ্রামে জমি জবরদখলের ঘটনা ঘটেছে।অভিযোগ সুত্রে জানা গেছে ৬- জুলাই (রোবিবার) দুপুরে বনকেশর (চকপাড়া) গ্রামের এরশাদ আলীর ছেলে মুঞ্জুর রহমানের নেতৃত্বে, তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দেশিয় অস্ত্র’ রাম দা, বল্লম, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে জমিতে হাল চাষ করে জবর দখল করেছে। এঘটনায় দুপক্ষের মাঝে মারমুখী, উত্তেজনা বিরাজ করছে। এবং গ্রামবাসী আতঙ্কে রয়েছে।এঘটানায় বনকেশর (চকপাড়া) গ্রামের রফিকুল ইসলাম বাদি হয়ে একই গ্রামের এরশাদ আলীর ছেলে মুঞ্জুর রহমান কে প্রধান করে ১৮ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।আতঙ্কিত গ্রামবাসি এবিষয়ে সেনা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।তানোর থানায় রফিকুল ইসলামের লিখিত অভিযোগে বলা হয়েছে, নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি সংক্রান্তে বিবাদীগণের বিরুদ্ধে আমিসহ আমার ভাই রেজাউল (৩৫) ও চাচা  আনারুল (৫৫) বাদী হইয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। যাহার মামলা নং-৪৮ পি/২০২৫ (তানোর), পূর্বের প্রসেস নং-২৩৪, তারিখ-২৩/০১/২০২৫ খ্রিঃ, ধারা। ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ, পরবর্তী প্রসেস নং-২৫৫, তারিখ-২৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা। ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ। উক্ত মামলাটি আদালতে চলমান আছে। উক্ত মামলা দায়ের এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে তানোর থানা কর্তৃক নোটিশ প্রদান করিয়া উভয় পক্ষকে মামলাধীন বিরোধীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে শান্তি-শৃংখলা ভঙ্গ না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন। অথচ উক্ত বিবাদীগণ বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া বিরোধীয় জমিতে থাকা আমাদের রোপনকৃত সরিষাখেত নষ্ট করিয়া অবৈধভাবে ঘর নির্মাণ করায় আমরা পুনরায় আদালতের স্বরণাপন্ন হয়। যাহার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে উভয় পক্ষের শুনানীর অন্তে আদেশ হয় যে, “নালিশী সম্পত্তির ফসল আহরণকে কেন্দ্র করে পক্ষগণের মধ্যে শান্তিভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এ জমিতে রোপনকৃত সরিষা এবং ধান পরিপক্ক না হওয়া পর্যন্ত যাতে কোন পক্ষ ফসলের ক্ষতি করতে না পারেন সেজন্য এবং পরিপক্ক হওয়ার পরে এ সম্পত্তির ফসল উপযুক্ত কৃষক কর্তৃক কর্তন অন্তে মাড়াই পূর্বক বিক্রয় করতঃ বিক্রয়লব্ধ অর্থ নিজ জিম্মায় রাখার জন্য অফিসার ইনচার্জ, তানোর থানাকে রিসিভার নিয়োগ করা হলো। তিনি বর্ণিত কার্যক্রম গ্রহণ অন্তে এ আদালতে রিপোর্ট দাখিল করবেন।” যাহা পরবর্তীতে তানোর থানা কর্তৃক বিবাদীগণকে পুরনায় নোটিশের মাধ্যমে অবহিত করেন। ইহার পরেও উক্ত বিবাদীগণ বিজ্ঞ আদালত/তানোর থানার আদেশ অমান্য করিয়া মামলাধীন জমিতে থাকা রোপনকৃত সরিষা এবং ধান কাটিয়া লইয়াছে। যাহার মূল্য আনুমানিক চার লাখ সত্তর হাজার) টাকা। বিবাদীগণ তাহাতেও ক্ষান্ত না হইয়া উক্ত জমি জবর-দখলের উদ্দেশ্যে ৬-জুলাই রোবিবার সকালে মামলাধীন নিম্ন তফসিল বর্ণিত জমিতে অনাধিকারে প্রবেশ করিয়া জমিতে বড় ট্রাক্টরদ্বারা হাল চাষ করাইতেছে এবং আমাদেরকে উদ্দেশ্য করিয়া প্রকাশ্যে হুমকী দিয়া বলিতেছে যদি কেউ আমাদের দখল কাজে বাধা প্রদান করিতে আসে তাকে প্রাণে মারিয়া ফেলিয়া এই জমিতেই পুতিয়া রাখিবো। তাতে যা হয় পরে দেখা যাবে। বর্তমানে যদি আমি সহ আমার লোকজন বিবাদীগণের জবর-দখলে বাধা প্রদান করিতে যায় আইন-শৃংখলা বিঘ্ন সহ মারামারি ও প্রাণনাশের সম্ভবনা আছে।উল্লেখ্য, তানোর থানার নন এফআইআর প্রসিকিউশন নং-১১/২০২৫, তারিখ-২৬/০১/২০২৫, ধারা: ১০৭/১১৭ (৩) ফৌঃ কাঃ বিঃ, তানোর থানার জিডি নং-১২১২, তারিখ-২৬/০১/২০২৫ খ্রিঃ মতে উক্ত বিবাদীগণ উপরোক্ত কার্যক্রম পরিচালনা করিবে না মর্মে বিজ্ঞ আদালতে মুচলেকা প্রদান করার পরেও উপরোক্ত কার্যক্রম চালাইতেছে। এমতাবস্থায় জেলা জজ আদালত, রাজশাহীর রিভিশন মামলা নং-৪৬,তারিখ-৩০/০১/২০২৫ খ্রিঃ এর আদেশ স্থগিত করত: অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রিট আদালত, রাজশাহী এর মামলা নং-৪৮/পি, তারিখ-২৩/০১/২০২৫ ও ২৮/০১/২০২৫ খ্রিঃ এর আদেশ বহাল রাখিয়া মহামান্য হাইকোর্ট ডিভিশন, ঢাকা এর মামলা নং-৪০৭৪৬, ০১/০৬/২০২৫ খ্রিঃ এর আদেশ অনুযায়ী বিবাদীগণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানাইতেছি।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করে বিবাদীদের জমিতে হালচাষ বন্ধ করতে বলা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে।এবিষয়ে জানতে মুঞ্জুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটা বন্ধ পাওয়া যায়, খুদে বার্তা দিয়েও কোনো সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট