1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোরে দেশিয় অস্ত্রের মুখে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ  উলিপুর উপজেলায় রংপুর’স বিগ ড্রিম লিমিটেড এর শুভ উদ্বোধন ত্রিশালে ৮ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ চার ইউনিয়নের মানুষের দুর্ভোগ বিএনপি নেতা ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাদকসহ আটক, স্কুলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে আমিরুল ইসলাম কাগজী  শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু কেশবপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় সাংবাদিকদের আসামি করা নতুন ট্রেন্ড মোহনগঞ্জে ২১৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৮ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ চার ইউনিয়নের মানুষের দুর্ভোগ

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/উপজেলার চারটি ইউনিয়নের যাতায়াতের অন্যতম সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রাগামারা বাজার হয়ে সাখুয়া ও চকরামপুর পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি ত্রিশাল উপজেলার সবচেয়ে নাজুক সড়কে পরিণত হয়েছে। এই সড়কটির অবস্থা এতই খারাপ যে বৃষ্টির সময় এটি ছোট-খাট খালে পরিণত হয়। আর শুকনো মৌসুমে ধুলো আর খানাখন্দেও কারণে সড়কে চলাচলকারীদেও শরীরে ধূলা-বালি জমে কাপড় নষ্ট হয়ে যায়। ত্রিশাল সদর,সাখুয়া, রামপুর ও হরিরামপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে। বেহাল সড়কের কারণে যানবাহন হেলেদূলে চলছে। বৃষ্টিতে মাঝে মাঝে এমন খানাখন্দের সৃষ্টি হয়েছে সেটি দেখলে মনে হবে যেন ছোটখাল খাল। এখানকার ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীদের অবর্নণীয় দুর্ভোগে পড়তে হয়।প্রতিদিন এই সড়কে কয়েক হাজার বাস,ট্রাক,লড়িসহ অসংখ্য যানবাহন চলাচল করে। মাছের ট্রাকের পানির কারণে এই সড়কটি এত বেহাল অবস্থায় পরিণত হয়েছে।এ ছাড়া এই সড়কের পাশে একাধিক ইটভাটার ট্রাক ও ভারী বাহন চলার কারণে দ্রত নষ্ট হয়ে গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর,সাখুয়া, রামপুর ও হরিরামপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এই সড়কে চলাচল করেন। উপজেলা সদর ও জেলা শহর কিংবা রাজধানী যেতে এই সড়কটি দিয়েই যেতে হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা থেকে ত্রিশাল সদরে আসতে আরো ৪কিলোমিটার সড়ক পাড়ি দিতে হয়। মহাসড়ক থেকে উৎপত্তি হওয়ার পর সড়কটিতে আর কোথাও পিচের অস্তিত্ব নেই। ৮ কিলোমিটার সড়কের কোথাও পিচ নেই। খানাখন্দ আর ভাঙা রাস্তার কারণে চলাচল করা দায়। দীর্ঘদিন ধরে মেরামত করা না করায় চলাচল অনুপযোগী হয়ে আছে। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত কয়েক হাজার মানুষ চলাচল করলেও সড়কটি সংস্কার না করায় ওই সড়কে চলাচলকারী মানুষকে সীমাহীন কষ্ট হচ্ছে। খানাখন্দের কারণে এই সড়কে চলতে গিয়ে দুর্ঘটনা কবলিত হচ্ছে বিভিন্ন যানবাহন। এ ছাড়াও মাঝে মাঝে বড় গর্তে পড়ে গিয়ে বিকল হচ্ছে অসংখ্য যানবাহন। ব্যবসায়ী, রোগী ও শিক্ষার্থীদের বেশী কষ্ট হচ্ছে । গর্ভবতী মহিলাদের নিয়ে এ সড়কে চলা দায়। স্থানীয় ব্যবসায়ী মাহজাহান কবীর জানান,সড়কটি নষ্ট হওয়ার অন্যতম কারণ মাছের ট্রাকের পানি।ট্রাকের অতিরিক্ত সড়কে জমে সড়কটি অল্প সময়ে নষ্ট হয়ে গেছে।বৃষ্টির সময় রাস্তায় পানি জমে থাকায় বুঝা মুশকিল হয়ে যায় কতটুকু গর্ত রয়েছে। গর্তে পড়ে প্রায় গাড়ী নষ্ট হয়ে যায়। এ ছাড়া এই সড়কের পাশে একাধিক ইটভাটার ট্রাক ও ভারী বাহন চলার কারণে দ্রত নষ্ট হয়ে গেছে।স্থানীয় আসাদুল ইসলাম জানান, এই সড়কে চলাচলকারী প্রত্যেকটি মানুষকে কষ্ট করতে হচ্ছে।সড়ক খারাপ থাকার কারণে সিএনজি ও অটোর ভাড়া দ্বিগুন হয়ে গেছে। রিক্সা চালক আলী হোসেন বলেন, প্রতিদিন গাড়ী নষ্ট হয়ে যায়। কখনও কখনও রিক্সা,অটো বা সিএনজি উল্টে যায়। এসড়কটি দ্রত মেরামতের দাবী জানাচ্ছি ।উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার জানান, সড়কটির জন্য এ বছর কোন বরাদ্ধ নেই। সড়ক সংষ্কারের জন্য মন্ত্রনালয়ে বরাদ্ধ চাওয়া হবে। সড়কটি চলাচল উপযোগী করতে স্থীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট