1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শামুক নিধনে পরিবেশের ভারসাম্য বিপর্যয়ের আশংকা শালিখায় অসহায় নববধূকে স্বামীর বাড়ি তুলে দিতে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক -কাজী আল আমিন ধর্মপাশায় মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ডুমুরিয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া রূপসায় বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহনগঞ্জ থানা কার্যালয়ে বসে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভুূমি) এমএ কাদের যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এর আগে ওই রাত ৮ টার দিকে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি ব্রিজ সংলগ্ন লেকের ওয়াকওয়ে থেকে মাইলোড়া ব্রিজ পর্যন্ত লেকের ওয়াকওয়েতে পুলিশ এক সাঁড়াশি অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করে। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি ভ্রাম্যমান আদালতকে জানালে ভ্রাম্যমান আদালতের ওই দুই বিচারক রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।দন্ডপ্রাপ্ত যুবকরা হলেন, পৌর শহরের দৌলতপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে ইকরামুল হোসেন (২৮), একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রহমতুল্লাহ্ (২৪), টেঙ্গাপড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে গোলাম রনি (২৭), পাশের বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের সাহের উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ(২৫)।এরমধ্যে ইকরামুল হোসেন ও নূর মোহাম্মদকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং গোলাম রনি ও রহমতুল্লাহ্কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম পিপিএম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর শহরের শিয়ালজানি খালের দুই পাশে থাকা ওয়াকওয়েতে প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে মাদকাসক্ত যুবকেরা এসে সেখানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে পুলিশ সদস্যদেরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করা হয়। পরে আটককৃত যুবকদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করা হলে তাঁরা রাতেই থানা কার্যালয়ে আসেন এবং তাঁরা যৌথভাবে থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে আটতকৃত ওই চার যুবককে বিভিন্ন মেয়াদে করাদন্ড দেওয়া হয়।ওসি আরো বলেন, মঙ্গলবার বেলা ১১ দিকে আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কট সহকারে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে শহরে পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট