তানিম খান/নেত্রকোনার খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর ইউনিয়নের পাচহাট বাজারের দক্ষিণ পাশে ধনু নদীর তীরে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং মোবিন (২৭) নামে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এম.এ. কাদের এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সহযোগিতা করেন খালিয়াজুরী থানা পুলিশ ও নৌ পুলিশ।আটক মোবিনকে মোবাইল কোর্টে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে ইউএনও এম.এ. কাদের বলেন, “নদী ও কৃষি জমির স্বাভাবিক পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পরিবেশ ধ্বংসকারী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পাচহাট সীমান্ত এলাকায় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রশাসনের এমন কার্যকর উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে।