শাহ আলম কৌশিক/দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাগল মহল দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই একটি মহল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বিএনপি ও দেশের অগ্রযাত্রা রুখতেই নানা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতেও যদি এই ষড়যন্ত্র অব্যাহত থাকে তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে দাঁতভাঙা জবাব।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহম্মেদ জায়েদী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার ও সদস্য সচিব হারুন অর রশিদ।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু, হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী পলাশ, সদস্য সচিব মাহবুব আলম কাজল, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন এবং ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ সৌরভ প্রমুখ।নেতারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।