মোঃ আসাদুল ইসলাম মিন্টু/আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানবিশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কদ্দুস সিকদার।বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কদ্দুস সিকদার বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শায়খুল হাদিস আল্লামা আজিজুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক। আমাদের প্রতীক রিক্সা।আমি দলের পক্ষ থেকে ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নে গণসংযোগ করে যাচ্ছি। এছাড়াও এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি।তিনি আরও বলেন, আমাদের নেতা মাওলানা মামুনুল হক সাহেবের দল হিসেবে ইতিমধ্যেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের এই গণসংযোগ চলমান থাকবে এবং মানুষের প্রতিটি ঘরের দরজায় আমাদের ও আমাদের দলনেতার সালাম পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর । আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।