আজিজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)রূপসায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ইয়াহিয়া শেখ (৪৪) নামে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২০ জুলাই) উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্প বাহিরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আকবর শেখের ছেলে। সে আঁড়মই পাঁচানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ১৬ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় ওই শিশুটি স্কুলে যায়। টিফিনের জন্য ১টা ২৫ মিনিটে বিরতি দিলে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে যার মতো খাবার খাওয়ার জন্য পাশের দোকান গুলোতে যায়। অনেকেই স্কুলের রুমে বসে দুপুরে খাওয়া দাওয়া করতে থাকে। ওই সময় ওই মেয়েটি স্কুলের টয়লেটে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তখন বাকি ক্লাসগুলি না করে বাড়িতে চলে যাই এবং পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং রূপসা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করে । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশুটির পিতা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন । তাৎক্ষণিকভাবে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং রূপসা থানার অফিসার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম সুকৌশলে প্রধান শিক্ষককে আটক করেন । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করেছে এবং শিশুটি শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করেছে । এ ঘটনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী সহ উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।