বিশেষ প্রতিবেদক /সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতির লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মন্ডল।সভায় গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে উচ্চ আদালতে মামলা জট কমাতে গ্রাম আদালতের ভূমিকা, নথিপত্রের যথাযথ রেজিস্ট্রেশন, আপডেট ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।সভায় উপস্থিত কর্মকর্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।