জামালপুর প্রতিবেদক /বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান ২৪ জুলাই সন্ধ্যায় জামালপুর শহরের ষ্টেশনরোড় পুরাতন পৌরসভা গেইটে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, জামালপুর জেলা শাখা এর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন – কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর জেলার সভাপতি মো: জাফর আলী। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলার সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মো: আব্দুল কাদের,আইন বিষয়ক সম্পাদক আঃহাই,সহ- দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল- মামুন,জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মো: মাহফুজুর রহমান রোমান।আলোচনা সভা শেষে ৫ পাউন্ডে একটি কেক কেটে ৪র্থ বর্ষ শেষে ৫ম বর্ষে পদার্পণ অনুষ্টান উদযাপন করা হয়।