রূপসায় ঘের ব্যাবসায়ী কে জিম্মি করে লক্ষ টাকা চাঁদা দাবি ও ঘেরের ঘরে আগুন
আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)রূপসায় নিপুন ও তার বাহিনী ২১ জুলাই রাত ২ টার দিকে নতুনদিয়া বিলে কাজদিয়া গ্রামের ঘের ব্যবসায়ী মিজানুরের ঘেরে গিয়ে মিজানুরকে অস্ত্রের মুখে জিম্মি করে উলঙ্গ করে মারপিট করে এবং ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। পরবর্তীতে মিজানুরের ছেলে ইমন টাকা নিয়ে গেলে তাকে ও বিবস্ত্র করে পিতাপুত্রকে একই স্থানে বসিয়ে মারপিট করে। এ সময় মিজানের মৎস্য ঘেরের ঘরে আগুন ধরিয়ে দেয় ও ঘরে থাকা মাছের খাবার বিনষ্ট করে ক্ষতি সাধন করে। মিজানের ছোট ছেলে তার পিতা এবং ভাইকে বাঁচাতে ডাকচিৎকার শুরু করলে নতুনদিয়া গ্রমের জনতা নিপুল বাহিনীকে ধাওয়া করে। এ সংবাদে ডোবা গ্রামের জনতাও সেই সাথে যুক্ত হয়ে নিপুলসহ তার বাহিনীর, নৃপেন মহলী ও অভিজিত মহন্তকে জিম্মি করে রেখে থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানে নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার নিপুল বাহিনীকে নিরস্ত্র করে জনতার সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা এবং চাকু উদ্ধার করে জব্দ করে।মিজানুর বাদী হয়ে থানায় মামালা দায়ের করেন। পরবর্তিতে নিপুন বাহিনীর স্বীকারউক্তি মোতাবেগ নিপুনের ঘের থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।