চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে।বৃহস্পতিবার রাতে ও সন্ধ্যায় দুই দফায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের নেতৃত্বে অভিযানে বিজিবির বাঙ্গালভিটা বিওপির সদস্য, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করে।গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা এনএসআই-এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর নিকটবর্তী স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় জব্দ করা হয়।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। পণ্যগুলো শুল্ক গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।