1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

শিমুল হোসেন/সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গঠিত এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম-এর সভাপতিত্বে এবং সিনিয়র প্রভাষক আনিছুর রহমান-এর সঞ্চালনায় পরামর্শ সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।সভায় প্রধান অতিথির বক্তব্যে এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন বলেন,”একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু সময়ের সাক্ষী নয়, এটি একটি জাতির জ্ঞান ও মূল্যবোধের ধারাবাহিক অগ্রগতির প্রতীক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন।সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস,প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, প্রাক্তন ছাত্র কাজী হুমায়ুন কবির ডাবলু, প্রাক্তন ছাত্র ও সহকারি শিক্ষক কাজী সাইফুল্লাহ, ইমরুল কায়েস নয়ন,অ্যাডভোকেট কাজী শাহনাজ, কাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর পি.কে.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধেশ্যাম বিশ্বাস,শ্রীকলা মহিলা মাদ্রাসার শিক্ষক অনাথ বন্ধু, কাজী ওয়ালিদ মাহমুদ শান্ত, কাজী শরিফুল ইসলাম, কাজী তৌহিদ হাসান এবং দীপঙ্কর সরদার, কামরুল ইসলাম প্রমুখ।সভায় শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক আয়োজন ও প্রকাশনা কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে।শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন বিদ্যালয়টির শত বছরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গর্বের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট