নিজস্ব প্রতিবেদক/সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থী মন্দিরা দাস (১৬) প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার ৩৬ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এতে ভেঙে পড়েছে পরিবার। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মাগুরা বিনেরপোতা গ্রামে।মন্দিরার বাবা বাসুদেব দাস জানান, “গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে থেকে মন্দিরাকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী যুবক দীপ্ত অপু। এরপর থেকে মেয়েটির কোনো খোঁজ নেই। আমরা উদ্বেগ আর হতাশায় দিন কাটাচ্ছি।” তিনি আরও জানান, বিষয়টি অপহরণ হিসেবে থানায় মামলা হলেও পুলিশ এখনো মন্দিরাকে উদ্ধার করতে পারেনি।মন্দিরার মা বিশাখা রানী দাস বলেন, “প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা জানি না, মেয়ে বেঁচে আছে কিনা, শুধু চাই তাকে জীবিত ফিরে পেতে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, “গত ৫ জুলাই আদালতের নির্দেশে সাতক্ষীরা থানায় ৫ জনকে আসামি করে মামলা রুজু হয়। অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। আমরা মন্দিরাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি, দ্রুতই তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আশা করছি।উল্লেখ্য, প্রেমিক দীপ্ত অপুর সঙ্গে প্রেমের টানাপড়েনে এটি মন্দিরার তৃতীয়বার বাড়ি ছেড়ে যাওয়া। আগের দু’বার পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিল।মন্দিরার পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ করুক এবং মেয়ে জীবিত অবস্থায় তাদের কাছে ফিরে আসুক। তারা চায়, অনিশ্চয়তার অবসান ঘটুক এখনই।