1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খাদ্যগুদামে সরবরাহকৃত গমের নমুনা পরীক্ষা,নিম্নমানের বা খাওয়ার অযোগ্য অপ্রমানিত, আছে ধোঁয়াশা  রাজারহাটে অসম প্রেমের জেরে বৃদ্ধা নারীর মৃত্যুর প্রেমিক গ্রেপ্তার ডিবি পরিচয়ে প্রতারণা,ভূরুঙ্গামারীতে দুই প্রতারক আটক উলিপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ ১৩ জন আহত রূপসায় চিংড়িতে পুশ রোধে বিভিন্ন স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক কেশবপুরে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরন সমাবেশ শ্যামনগর শহীদ জিয়া স্মৃতি সংসদের কাশিমাড়ী ইউনিয়নের আহ্বায়ক গোলাম হোসেন সদস্য সচিব মিজানুর রহমান মানবিকতা,সাহসিকতা এবং দায়িত্ববোধের ১ দৃষ্টান্তের নাম যেনো, ওসি এইচ এম শাহীন পাটকেলঘাটায় স্কোভেটরবাহী ট্রাক আটকে ১০ গ্রামের মানুষের ৯ দিনের দুর্ভোগ

খাদ্যগুদামে সরবরাহকৃত গমের নমুনা পরীক্ষা,নিম্নমানের বা খাওয়ার অযোগ্য অপ্রমানিত, আছে ধোঁয়াশা 

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ আজিজুজ ইসলাম/ঝিনাইদহ খাদ্যগুদামে সরবরাহকৃত গমের নমুনা পরীক্ষা করে নিম্নমানের বা খাওয়ার অযোগ্য প্রমানিত হয়নি। খুলনা আঞ্চলিক খাদ্য পরীক্ষাগারের কেমিষ্ট অফিসার মনিরুল হাসান ও মসিউর রহমান গমের নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট প্রদান করেন। এছাড়া খাদ্য বিভাগ ও জেলা প্রশাসন কর্তৃক গঠিত একাধিক তদন্ত কমিটিও গমের গুনাগুন তুলে ধরে রিপোর্ট প্রদান করেন। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত খবরকে অসত্য বলে প্রমানিত হয়।ঝিনাইদহ খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত ১৬ ও ১৮ জুলাই এলবি লিটন নামে হরিণাকুন্ডুর এক যুবলীগ নেতার ট্রাকে খুলনা এলএসডি থেকে ঝিনাইদহ সদর খাদ্য গুদামে গম পাঠানো হয়। ট্রাক আনলোড করতে দেরি হওয়ায় এলবি লিটন অতিরিক্ত টাকা দাবী করেন। খাদ্য কর্মকর্তারা টাকা দিতে অস্বীকার করায় তিনি নিজেকে সাংবাদিক দাবী করে ঝিনাইদহ শহরের কতিপয় মিডিয়া কর্মীদের ডেকে নিয়ে আসেন।গণমাধ্যম কর্মীরা কোন রকম সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রচার করে। এই গুজব নির্ভর খবরে প্রশাসনে তোলপাড় শুরু হয়। শহর জুড়ে হৈ চৈ শুরু হলে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন গুদামে অভিযান চালিয়ে কিছু গম জব্দ করে। এছাড়া গঠিত হয় একাধিক তদন্ত কমিটি। কিন্তু সব তদন্ত ও গমের ভৌত বিশ্লেষন করে দেখা গেছে খুলনা থেকে আগত গমের মান ভালো এবং খাওয়া উপযোগী।ঝিনাইদাহ জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমার দপ্তর সুত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে দেখা গেছে খুলনা থেকে পাঠানো গমের আদ্রতা ১৩%, বিজাতীয় পদার্থ ০.৪৯%, কীটাক্রান্ত দানা ২.০০%, বর্ণ ও গন্ধ স্বাভাবিক ও গ্রেইন ডাষ্ট ০.৫৫%। পরীক্ষাগার থেকেও এই গম সাধারন বিলি ও বিতরণযোগ্য বলে ভেওত বিশ্লেষণ প্রতিবেদন দাখিল করে।খাদ্য কর্মকর্তারা জানান, এই গম ঝিনাইদহ ক্যাডেট কলেজ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে বিতরণ করা হলেও সেখান থেকে কোন অভিযোগ আসেনি। এছাড়া প্রাপ্ত গমের মধ্য তেকে ৯৬.৬৬ মেট্রিক টন গম ইপি, ওপি এবং ওএমএসসহ বিভিন্ন খাতে বিতরণ করা হয়েছে। ওএমএস খাতের গম মিলে ভাঙ্গিয়ে ভোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে কোন ভেঅক্তা বা মিলার ফলিত আটার বিষয়ে অভিযোগ করেনি।এদিকে তদন্ত কমিটির আহবায়ক মোঃ নুরুন্নবী, সদস্য মোঃ মুক্তাদীর রহমান ও কারিগরি খাদ্য পরিদর্শক আনিছুর রহমান যৌথ সাক্ষরে প্রেরিত এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, গমের স্থায়িত্বকাল এক বছর। ফলে এর মান চাক্ষুস দৃষ্টিতে খারাপ মনে হলেও গমের মান ভালো ও এর আটা খাওয়ার উপযোগী।এ বিষয়ে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তরুণ ঘোষ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাই এখনই মন্তব্য সমিচীন নয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট